খালেদার বাসা ঘেরাওয়ের চেষ্টায় পুলিশের বাধা


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় ব্যর্থ হয়েছেন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শনিবার সকাল ১০টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল আহাদ গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। পরে সেখান থেকে সংগঠনটির নেতাকর্মীদের সরিয়ে নেওয়া হলে তারা বনানী মাঠসংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

সংগঠনটির সভাপতি মেহেদী হাসান জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা খালেদা জিয়ার বাসা ঘেরাওয়ের চেষ্টা করেছেন। তবে পুলিশের অনুরোধের কারণে তারা গুলশান ছেড়ে বনানী এলাকায় বিক্ষোভ করেছেন।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, কূটনৈতিকপাড়ায় নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বনানী মাঠসংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিক্ষোভ করার পর তাদের চলে যেতে বলা হয়েছে।

গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে।’

তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বেশ কিছু সংগঠন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করতেও যায়। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় এরই মধ্যে সমন জারি করাও হয়েছে।

তবে বিএনপি নেতারা মনে করছেন, খালেদা জিয়া ভুল কিছু বলেননি।

এমএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।