মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল, রাজশাহী ও নওগাঁ অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদ্যু এ শৈত্যপ্রবাহ বয়ে গেলেও তা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব বলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।