রাজশাহীতে মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর এলাকার পদ্মার চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকবর আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে চারঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। আকবর আলী ওই গ্রামের আজগর আলীর ছেলে।
চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের লোকজন সকালে পদ্মার চরে কাজ করতে গিয়ে আকবর আলীর হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকবর আলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, আকবর আলী একজন মাদক ব্যবসায়ী ছিলেন। ভারত থেকে মাদক আনার পর ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শাহরিয়ার অনতু/এসএস/এবিএস