২৮২ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান।
এর আগে শনিবার ওয়েলিংটনে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেয় দুই ওপেনার ম্যাককালাম ও গাপটিল। তবে ১২ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান ম্যাককালাম। এরপর গাপটিলকে সাথে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন উইলিয়াসন। গাপটিল ৩১ রান করে বিদায় নিলেও উইলিয়ানসন তুলে নেন নিজের অর্ধশত। সাজঘরে ফেরার আগে করেন ৬০ রান।
এরপর মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়টায় ২৮১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিউইদের পক্ষে স্যান্টনরা ৪৫ ও মিলনে করেন ৩৬ রান। এছাড়া গ্রান্ট ইলিয়ট ৩২, মার্টিন গাপটিল ৩১, ব্রেন্ডন ম্যাককালাম ২৮ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড তিনটি এবং অভিষিক্ত অ্যাডাম জামপা, মিচেল মার্শ ও স্কট বোলান্ড নেন দুটি করে উইকেট।
এমআর/এবিএস