জয়পুরহাটে অভিনব কায়দায় ডাকাতি
জয়পুরহাটের বামনপুর এলাকায় ক্যাবল নেটওর্য়াক কর্মীর পরিচয় দিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ল্যাপটপসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোজাম্মেল হক জানান, শুক্রবার রাত প্রায় ৮টার দিকে ডাকাত দলের একজন নিজেকে ক্যাবল নেটওয়ার্ক কর্মীর পরিচয় দিয়ে বাড়ির দরজা খুলে নেয়। বাড়ির দরজা খুলে দেয়া মাত্র আরও ৩ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। পরে তারা অস্ত্রের মুখে চাবি কেড়ে নিয়ে আলমারি খুলে নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ১টি ল্যাপটপ লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর তার প্রবাসী ছেলে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়িতে এসে তাদের শরীরের বাঁধন খুলে দেন।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে রাত ২টার দিকে গৃহকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাশেদুজ্জামান/এসএস/এমএস