আইপিএলে অবিক্রিত মুশফিক


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

নিলামের আগেই বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসানকে কোলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখে দিয়েছে। এবার ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে রাখা হয়েছে আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটারকে। তবে শুরুতেই অবিক্রিত থেকে গেল টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে মুশফিকের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। তবে কোন দলই তাকে কিনতে আগ্রহ দেখায়নি। তবে এখনো আশা শেষ হয়নি তার। পরবর্তীতে যে কোন দল তাকে দলে ভেড়াতে পারবে।

এদিকে এবারের আসরের জন্য আরও চার টাইগার ক্রিকেটার তামিম ইকবাল, সৌম্য সরকার, পেসার তাসকিন আহমেদ ও টাইগার ক্রিকেটের নতুন তুর্কি মুস্তাফিজুর রহমানকে নিলামে ডাকা হবে। ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলের ৮ তারিখে। আইপিএলের নবম আসরে পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল অংশ নেওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা যেকোনো দল পেতে পারেন এমনটাই আশা করছে সবাই।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।