ফের অসুস্থ কবি হেলাল হাফিজ, বারডেমে চিকিৎসা নিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

খ্যাতিমান কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে বারডেম হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) জাগো নিউজকে এ তথ্য দেন হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির।

কবি হেলাল হাফিজ জানান, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর কিছুটা সুস্থ বোধ করলে তিনি হোটেলে ফিরে যান। বৃহস্পতিবার রাতে আবার অসুস্থ বোধ করলে হোটেলের লোকজন তাকে বারডেম হাসপাতালে নিয়ে আসে।

কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত। এর পাশাপাশি কিডনি, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতার মতো নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।

এএএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।