স্ট্যাম্পিং মিসের কারণেই হেরেছে নেপাল


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

জিতলেই ইতিহাস। এমন স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল দুই দল। শেষ পর্যন্ত নতুন ইতিহাসের স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ। তবে সেমির স্বপ্ন পূরণ করতে না পারলেও কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেই খুশি নেপাল। যদিও কিছুটা কষ্টে ভুগছে নেপাল শিবির।  কারণ ২৫ রানে মিরাজের সহজ একটি স্ট্যাম্পিং মিস করেছেন অধিনায়ক রাজু রিজাল।  আর এই ভুলেই দল হেরেছে বলে ধারণা তার।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে নেপাল অধিনাক বলেন, ‘এটা খুব বড় ভুল। বুঝতে পারি নাই বল আমার দিকে আসছে। হয়তো আমি ওইসময় সতর্ক ছিলাম না। এটা খুব বড় ক্ষতি।’

দলীয় ১৩৪ রানে টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা লেগ স্পিনার সন্দিপ লামিছানের বলে সহজ স্টাম্পিং মিস করেছিলেন নেপাল অধিনায়ক। মিরাজ তখন  ২৫ রান নিয়ে ব্যাট করছেন। জীবন পেয়ে শেষ পর্যন্ত ৫৫ রানের দারুণ ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ। ওই সময় মিরাজ আউট হয়ে গেলে হয়তো কঠিন হয়ে যেত বাংলাদেশের জয়। তাই এ নিয়ে সংবাদ সম্মেলনে আক্ষেপ প্রকাশ করলেন নেপাল অধিনায়ক।

কোয়ার্টার ফাইনালে খেলার তৃপ্তি নিয়েই দেশে ফিরছেন বলে জানান অধিনায়ক। তবে ২০-৩০ রান করলে ঘটনা অন্যরকম হতে পারতো বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি সহযোগী দেশ হিসাবে টেস্ট জাতির সঙ্গে জয় তুলে কোয়ার্টার ফাইনালে খেলা নিঃসন্দেহে গর্বের। এ ম্যাচের জন্য আমি খুবই দুঃখিত। আমরা খারাপ ফিল্ডিংয়ের জন্য ম্যাচটি হেরেছি। আমার মনে হয় আমরা ২০-৩০ রান কম করেছি।’

তবে তার বড় ভুলে দল থেকে কোন চাপ আসেনি বলে জানান রাজু। তার দলের পরিবেশ এমন না বলে ও উল্লেখ করেন তিনি।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।