বরিশালে পথশিশুদের জন্য পিঠা উৎসব


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর প্লানেট পার্কে লাল সবুজ ফাউন্ডেশন, বরিশালের আলো, বরিশাল ইয়ং ফাউন্ডেশন, অপরাজেয় বাংলাদেশ এর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।

বরিশাল জেলা প্রশাসক ড.গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, ডা. আনোয়ার হোসেন।

Barishal

প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, ছিন্নমূল শিশুদের নিয়ে যে উৎসবের আয়োজন করা হয়েছে তা খুবই প্রশংসনীয়। সাধারণত আমাদের দেশে এ সকল ছিন্নমূল শিশুদের নিয়ে পিঠা উৎসব চোখেই পড়ে না। এসময় তিনি পিঠা উৎসবের আয়োজকসহ সকলকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের এই পিঠা উৎসবের আয়োজন। উৎসবকে সাফল্যমণ্ডিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে সাধুবাদ জানান তিনি।

উৎসবে দেড় শতাধিক ছিন্নমূল পথশিশুদের ভাপা, পুয়া,পাটিসাপটা, চিতইসহ দেশি বিভিন্ন প্রকারের পিঠা খাওয়ানো হয়।  

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।