এবারের মেলায় জাফর ইকবালের বই


প্রকাশিত: ১১:১০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় কথাসাত্যিক ও সায়েন্স ফিকশন লেখক মুহম্মদ জাফর ইকবাল এবারের বইমেলায় এখনও আসেননি। তবে তার লেখা কয়েকটি বই মেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে।

ইতোমধ্যে মেলায় পাওয়া পাচ্ছে তার ক্রেনিয়াল ও কলাম সমগ্র। এছাড়া তার রচিত আরো কয়েকটি বই মেলায় আসার অপেক্ষায় আছে।  বইগুলো হচ্ছে ইদুর এবং দুষ্টু হাতি, মুশি হলো খুশি, চার বন্ধু, তিতনি এবং তিতুনি, যখন জাগিবে তুমি এবং অন্য জীবন।

জাফর ইকবালের ‘তিতুনি এবং তিতুনি’ এবং ক্রেনিয়াল বই দুটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর। তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে ক্রেনিয়াল এবং কাকলী প্রকাশনী থেকে বেরিয়েছে ‘তিতুনি এবং তিতুনি’।

প্রিয় লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর বইয়ের খবর পেয়ে ইতিমধ্যে জাফর ইকবাল ভক্তদের ভিড় জমেছে তাম্রলিপি প্রকাশনীর স্টলে।

এআরএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।