প্রাইমের চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি


প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রাইম সোয়েটার লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইম সোয়েটার লিমিটেডের মালিক কারখানায় ইউনিয়ন রেজিষ্ট্রেশন হওয়ার পর থেকেই শ্রমিকদের উপর একের পর এক নির্যাতনমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ইতোমধ্যে ইউনিয়নের নেতা ও সদস্যসহ প্রায় ৪০ জন শ্রমিককে কোনো কারণ ছাড়াই চাকুরিচ্যুত করেনছে। সভাপতি ও সাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়েছে।

অবিলম্বে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।

ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপনের সভাপতিত্বে মানবববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন সাধারণ সম্পাদক রাসেদুল আলম রাজু প্রমুখ।

এএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।