দুর্গম পাহাড়ে ১০ রকম ফ্রি চিকিৎসা


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীরা প্যারালাইসিস, টিউমার, টাইফয়েডসহ ১০ ধরনের রোগের ফ্রি চিকিৎসা পাচ্ছেন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এসব চিকিৎসা দেয়া হচ্ছে।

পাশাপাশি গর্ভবতী নারীদেরও আনা হচ্ছে চিকিৎসার আওতায়। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া পৃথক দু’টি মেডিকেল টিম এসব চিকিৎসা দিচ্ছেন। গণস্বাস্থ্য নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ চিকিৎসা সেবার আয়োজন করেছে।

ইতোমধ্যে গত ১৪ দিনে রামু উপজেলার মৈষকুম প্রাথমিক বিদ্যালয়, ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও বান্দরবান জেলার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামেরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মেডিকেল টিমের প্রধান, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জুবায়ের আহম্মেদ সোহাগ জাগো নিউজকে জানান, কক্সবাজার ও বান্দরবানের দূর্গম এলাকায় যেসব শিক্ষার্থী টাকার অভাবে কিংবা অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চিকিৎসা নিতে পারছেন না মূলত তাদেরকে চিকিৎসার আওতায় আনা হচ্ছে।  

ক্যাম্পের আরেক সদস্য ডা. শায়লা শারমিন রাফা জাগো নিউজকে জানান, আমরা গর্ভবতী চেকআপ, বন্ধ্যাত্ব, প্যারালাইসিস, টিউমার, কোয়াশিয়রকর, অ্যাপেন্ডিসাইটিস, পেট ব্যাথা অপুষ্টিজনিত দুর্বলতা, কৃমি, উচ্চরক্তচাপ, টাইফয়েড, ক্ষুধামন্দা, রক্তস্বল্পতা, মাথা ঘুরা, পিঠে ব্যথা, পা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মুখে ঘা, কোমর ব্যাথা ইত্যাদি রোগের চিকিসা সেবাও দিচ্ছি।

বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের কক্সবাজারের ইনচার্জ মো. জোনাব আলী জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও আমরা চিকিৎসা সেবার আওতায় আনছি। তিনি বলেন, এ মেডিকেল টিম চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত চিকিৎসা দেবে।

জোনাব আলী আরও বলেন, ঢাকা-কক্সবাজারের ছয়জন বিশেষজ্ঞ ডাক্তার এ মেডিকেল ক্যাম্পে যোগ দিয়েছেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পুরো আয়োজনটি প্রশংসা পাওয়ার দাবি রাখে বলে মন্তব্য করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম।

সায়ীদ আলমগীর/এমজেড/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।