বিমানবন্দরে হারানো লাগেজে ৩০ হাজার অবৈধ সিগারেট
ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে হারানো লাগেজের লস্ট কাউন্টারের একটি লাগেজ তল্লাশি চালিয়ে ৩০ হাজার স্টিক অবৈধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার সকালে এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে জানান, লাগেজটি গত ৪ জানুয়ারি (সোমবার) দুবাই থেকে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-২৫৩ ফ্লাইটে ঢাকায় আসে। হারানো লাগেজ হিসেবে এটি লস্ট কাউন্টারে ছিল। পরে লাগেজটিকে স্ক্যানিং করে ১২০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এতে মোট ৩০ হাজার স্টিক সিগারেট ছিল।
জানা যায়, সিগারেটগুলো ব্যানসন ব্র্যান্ডের। কাস্টমস আইন অনুযায়ী, কোনো যাত্রী তার লাগেজে ১ কার্টন বা ২০০ স্টিক সিগারেট আনতে পারে।
অবৈধভাবে সিগারেটগুলো আনায় লাগেজের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
এআর/আরএস/পিআর