অর্বাচীন বালক তারেক রহমান


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৪

দেশের উন্নয়ন দেখে ক্ষমতাহীন হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে অর্বাচীন বালকের মত আবোল-তাবোল কথা বলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুক্রবার বিকেলে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে যুব জাগরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া বারবার আন্দোলনের দিন তারিখ ঘোষণা করেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ২০১৯ সালে আগে সরকার ক্ষমতা ছাড়বে না। যদি ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আন্দোলন বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্ততি নিন। সাহস থাকলে তারেক রহমান দেশে এসে রাজনীতি করুক বলেও মন্তব্য করেন তিনি।

মোশাররফ হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে আজকের যুব সমাজকে মাদকমুক্ত থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, ভৌগলিক অবস্থান বিবেচনা করে মিরসরাইয়ের ১২ হাজার একর জমির উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দুই-এক মাসের মধ্যে শুরু হবে। যেখানে কর্মসংস্থান হবে ৫ লাখ মানুষের। অর্থনৈতিক অঞ্চলে ১ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে বলে।

মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত সমাবেশে যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিউদ্দিন রাশেদ, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরল আনোয়ার বাহার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।