শোক দিবস উপলক্ষে বিএসইসিতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৯ আগস্ট ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

সোমবার (২৯ আগস্ট) বিএসইসির সভাকক্ষে আগস্ট-২০২২ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএসইসিতে এ আয়োজন করা হয়।

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের শিশু-কিশোররা এ প্রতিযোগিতায় অংশ নেয়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকে। প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়। অংশ নেওয়া তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বিএসইসির পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব মো. মনিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার, প্রধান ব্যক্তি প্রশসান কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন।

এনএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।