বাণী-বচন : ০৫ ফেব্রুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:২৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

বাণী:
ভবিষ্যৎ
যার আশা নেই এবং ভয় নেই-তার ভবিষ্যৎ অন্ধকার। -স্যার জন ডেভিস

পরবর্তী দিন কখনো সুখের হবে না বিগত দিনের চেয়ে।– মিল্টন

যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও থাকে।– বোভি

ভবিষ্যৎকে জানার জন্যই অতীত জানা উচিত।– জন ল্যাঙ্কহন

ভবিষ্যৎ ভেবে কেবা বর্তমানে মরে,
প্রসবের ভয় তবু পতি সঙ্গ করে।– ভারতচন্দ্র

বচন:
ছোট কাঁটাটি ফোটে পায়
তুলে ফেল, নইলে দায়।

অর্থ : কোন শত্রুকে ছোট বলে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়-এ অর্থে বলা হয়েছে।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।