রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু শনিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ইলিয়াছ হোসেন জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হবে। ক্লাসের সময়সূচি নিজ নিজ বিভাগীয় অফিস থেকে শিক্ষার্থীরা জানতে পারবে।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিভাগ ও প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণে বেশ কিছু আসন শূন্য হয়। এই শূন্য আসন পূরণের জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এ কারণে ২০ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিছানো হয়েছে।
রাশেদ রিন্টু/জেএইচ