কালীগঞ্জে সাধু আন্তনির তীর্থোৎসব শুক্রবার


প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সাধু আন্তনির তীর্থোৎসব অনুষ্ঠিত হবে শুক্রবার। আর এ উপলক্ষে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামে দুই দফায় খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হবে। তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠবে অনুষ্ঠান প্রাঙ্গণ।

নগরী ধর্মপল্লী পালকীয় পরিষদের উদ্যোগে উপজেলার পানজোরা গ্রামে এই তীর্থোৎসবের আয়োজন করা হয় প্রতি বছর। তীর্থোৎসবের প্রথম ও দ্বিতীয় দু’টি পর্বে কয়েক হাজার খ্রীস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

পাদুয়ার সাধু আন্তনি ‘পৃথিবীর সাধু’ হিসেবে পরিচিত। সর্বজন প্রিয় এই সাধু আন্তনি ছিলেন ঐশজ্ঞানের আঁধার, মঙ্গলসমাচারের সুদক্ষ প্রচারক, নিঃস্ব অসহায় মানুষের বন্ধু, পাপীর মন পরিবর্তন, রোগীদের সুস্থতাকারী বহুগুণে গুনান্বিত এক মহান সিদ্ধ পুরুষ। বিগত প্রায় আটশ’ বছর ঈশ্বর তার এই নম্ন ও বিনীত সেবকের মধ্য দিয়ে ভক্তপ্রাণ মানুষকে অসংখ্য অনুগ্রহ দান করেন। তাই সাধারণ মানুষ জীবনের বিভিন্ন প্রয়োজনে তার মধ্যস্থতা কামনা করেন।

পানজোরাতে অবস্থিত সাধু আন্তনির তীর্থস্থানে আজও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তার মধ্যস্থতায় ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য আসেন। অনেকে বিপদাপদে নিজেরা সাধু আন্তনির মধ্যস্থতা কামনা এবং প্রিয়জনদের তার শরনাপন্ন হতে পরামর্শ দেন। অনেকেই পালা গানের মাধ্যমে, নভেনা করে, তীর্থ করে, মানত করে সাধু আন্তনির গুণগান করে থাকেন। সাধু আন্তনির অসংখ্য ভক্তের ভক্তির শ্রোতধারা যেন আরো শক্তিশালী হয়ে উঠে এ কামনা তীর্থোৎসবে আগত সাধু আন্তনি ভক্ত তীর্থ যাত্রীদের।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় তীর্থোৎসব সাধু আন্তনির মেলাকে ঘিরে অনুষ্ঠান স্থল এবং এর আশেপাশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 

আব্দুর রহমান আরমান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।