ইরান-বাংলাদেশ যৌথ চেম্বার স্থাপনের প্রস্তাব
ইরান ও বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের যৌথ চেম্বার স্থাপনের প্রস্তাব করেছেন ইরানের শিল্প, খনি এবং বাণিজ্য মন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ রেজা মওদুদী।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বাংলাদেশে সফররত ইরানের বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যকার মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি এ সময় উপস্থিত ছিলেন।
ইরানের বাণিজ্য প্রতিনিধিদলের নেতা মোহাম্মদ রেজা মওদুদী বলেন, দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণের জন্য নিয়মিতভাবে প্রতিনিধিদল প্রেরণের উপর গুরুত্বারোপ করেন। এসময় ইরানের প্রতিনিধিরা সিমেন্ট, ক্লিংকার, রেলপথ যোগাযোগ, পলিমার, চামড়া, পাদুকা এবং কেমিক্যাল প্রভৃতি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক কালে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে ভ্রাতৃ প্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি প্রতিনিধিদলের সদস্যবৃন্দকে বাংলাদেশে তৈরি পোষাক, টেক্সটাইল, জাহাজ-নির্মাণ, চামড়া ও পাদুকা, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক, সিমেন্ট এবং পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
ইরানের বাজারে বাংলাদেশের কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং তৈরি পোষাক প্রভৃতি পণ্যের প্রবেশাধিকারের বিষয়ে সহযোগিতাসহ দু’দেশের মধ্যে সরাসরি ব্যাংকিং লেনদেন এবং প্রযুক্তি বিষয়ক সহযোগিতা বৃদ্ধির উপর জোরারোপ করেন ডিসিসিআই সভাপতি।
এসময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি দুদেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস দেন।
সভায় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহ-সভাপতি খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ, পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, খন্দকার আব্দুল মুক্তাদির, রিয়াদ হোসেন, সেলিম আকতার খান, এস রুমি সাইফুল্লাহ, প্রাক্তন পরিচালক ওয়াকার আহমদ চৌধুরী প্রাক্তন সহ-সভাপতি হোসেন এ শিকাদর ও এম আবু হোরায়রাহ এবং মহাসচিব এ এইচ এম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।
এসআই/জেএইচ