বাবা-মার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবা-মার সঙ্গে অভিমান করে শাহানা (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহানা দেওড়া পূর্বপাড়া মহল্লার নূর আহমেদের মেয়ে। সে দেওড়া (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে জানান, সকালে শাহানার বাবা-মা শাহানার বড় বোনের শ্বশুড়বাড়ি ময়মনসিংহ যাওয়ার জন্য রওনা হন। এসময় শাহানাও বাবা-মার সঙ্গে ময়মনসিংহ যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু বাবা-মা তাকে নিয়ে যায়নি। এ ঘটনায় অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে শাহানা আত্মহত্যা করে।
পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর