বাংলাদেশ থেকে আরো দক্ষ জনবল নিতে আগ্রহী কাতার


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ এন.এম.আল-দিহাইমি বলেছেন, বাংলাদেশ থেকে আরও সাধারণ, দক্ষ ও বিশেষজ্ঞ জনবল নিতে আগ্রহী কাতার। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাত করলে তিনি একথা বলেন।   

 তিনি বলেন,  দু’দেশের ব্যবসা, বাণিজ্য ও রফতানীযোগ্য খাতগুলো চিহ্নিত করতে শীঘ্রই কাতারের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ সফর করবেন।
সাক্ষাৎকালে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে  কাতারের বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ কাতারের উন্নয়নের অংশীদার।

কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সততা ও কর্মদক্ষতার উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের শ্রমিকরা কাতারে সৌহার্দপূর্ন পরিবেশে কাজ করছে।

স্পিকার দক্ষ জনবল সৃষ্টিতে কাতারের অর্থায়নে বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউটসহ সম্ভাব্য অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বন জানান।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে কাতারে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, কৃষিপণ্য, চা, সবজি প্রভূতি রফতানী হচ্ছে। তিনি সিরামিকস, ফার্মাসিউটিক্যাল, চামড়াসহ অন্যান্য  পন্য বাংলাদেশ থেকে আমদানী করার উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।

স্পিকার কাতারের অর্থায়নে ইতোমধ্যে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট ও পানি শোধনাগার তৈরির সম্পদিত চুক্তিসহ বিভিন্ন সহযোগিতার বিষয় উল্লেখ করেন।  তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিয়কায়নে কাতারের সহযোগিতা কামনা করেন।

এসময় স্পিকার বলেন, বর্তমান নেতৃত্বে কাতার দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
এইচএস/ এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।