বাবুল হত্যার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন
শাহ আলী এলাকার চা দোকানি বাবুল ‘হত্যা’র ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি পুলিশের মিরপুর বিভাগ এবং অপর কমিটি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেড কোয়ার্টার্স।
উল্লেখ্য, বুধবার রাতে শাহ আলী থানা এলাকায় চাঁদা না দেয়ায় পুলিশের বিরুদ্ধে চা দোকানি বাবুরের দোকানে আগুন দেয়ার অভিযোগ উঠে। এতে আবুল দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে শাহ আলী থানার চার কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত ডিসি মাসুদ আহমেদ ও সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন। ডিএমপির তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে ডিসি (ডিসিপ্লিন) টুটুল চক্রবর্তী।
মারুফ হোসেন সরদার বলেন, কমিটিকে যথাশীঘ্রই প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
এআর/এএইচ/পিআর