বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রশংসনীয়
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয় বলে জানিয়েছেন রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) মহাপরিচালক আহমেট উজুমচু। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
নেদারল্যান্ডের দি হেগ শহরে ওপিসিডব্লিউ সদর দপ্তরে রাসায়নিক অস্ত্র বিষয়ক বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মাদ সফিউল হক এনডিসি, পিএসসি, ওপিসিডব্লিউ’র মহাপরিচালকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে মহাপরিচালক এ মন্তব্য করেন।
জেনারেল বেলাল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক কেমিক্যাল কনভেনশনের পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ মহাপরিচালকের নিকট তুলে ধরেন। এ সময় জেনারেল বেলাল মহাপরিচালককে অবহিত করেন যে, বাংলাদেশ এখন শুধু অভ্যন্তরীণ সক্ষমতা নয় বরং আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে এই সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণে সক্ষম। এ পর্যায়ে জেনারেল বেলাল বাংলাদেশে একটি পরিপূর্ণ রাসায়নিক ল্যাবরেটরী স্থাপনের প্রস্তাব করেন এবং ওপিসিডব্লিউ’র সহযোগিতা কামনা করেন।
মহাপরিচালক এ প্রস্তাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, জেনারেল বেলাল ওপিসিডব্লিউ’র জাতীয় কর্তৃপক্ষসমূহের ষোড়শ বাৎসরিক সভায় অংশগ্রহণের জন্য বর্তমানে দি হেগ-এ অবস্থান করছেন। ঐ বৈঠকে বাংলাদেশের পক্ষে দি হেগে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল এবং ওপিসিডব্লিউ`র পক্ষে উক্ত সংস্থার আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক দপ্তরের পরিচালক মার্ক আলবোন উপস্থিত ছিলেন। -বাসস
জাগোনিউজ২৪.কম/আরএস