দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার
রাজধানীর মিরপুরে দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় ৩ এসআইসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হচ্ছেন, শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান, শ্রীধাম চন্দ্র হাওলাদার, এসআই নিয়াজউদ্দিন মোল্লা, সহকারী এসআই জোগেন্দ্রনাথ ও কনস্টেবল জসীমউদ্দীন।
মো. মারুফ হোসেন সরদার বলেন, বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় তারা উক্ত এলাকার দায়িত্বে ছিলেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে শাহ আলী থানা এলাকায় চাঁদা না দেয়ায় পুলিশের বিরুদ্ধে চা দোকানি বাবুলকে আগুন দেয়ার অভিযোগ উঠে। দগ্ধ বাবুল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এআর,জেইউ/এএইচ/জেএইচ