চালের দাম কমছে, আরও কমবে: খাদ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৫ আগস্ট ২০২২
ফাইল ছবি

চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ যেটা আলোচনা হয়েছে, কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যটস এনাফ।'

কমফোর্টেবল বিষয়টি আসলে কী, জানতে চাইলে তিনি বলেন, ‘খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে।’

চালের দাম বেড়ে গেছে, কমবে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কমতেছে তো।’

গত সপ্তাহে তো বেড়ে গেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গত সপ্তাহে যেটা বেড়েছে, সেটা কমতেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো কমবে, আমরা আশা করতেছি।’

আরএমএম/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।