দগ্ধ চা-দোকানির মৃত্যু : মাদক ব্যবসায়ী পারুল গ্রেফতার


প্রকাশিত: ১০:১৩ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিরপুরের শাহ আলীর গুদারঘাট এলাকায় চাঁদার টাকা না দেয়ায় পুলিশের দেয়ায় আগুন ও দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় মাদক ব্যবসায়ী মোছা. পারুল (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়।

এর আগে তাকে প্রধান আসামি করে মোট সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নিহত চা-দোকানি বাবুল মাতব্বর (৫০)-এর মেয়ে রোকশানা আক্তার (২৫)।

বৃহস্পতিবার সকালে শাহ আলী থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলা নম্বর-৫। শাহ আলী থানার ওসি একেএম শাহীন মোন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদক ব্যবসায়ী মোছা. পারুল (৪০) ছাড়াও মামলায় অন্যান্য আসামি হলেন- পুলিশের সোর্স দেলোয়ার হোসেন (৩২), মো. আইয়ুব আলী, পুলিশ সোর্স মো. রবিন (২৫), শঙ্কর (৩০), দুলাল হাওলাদার (৪০) এবং পারভিন।

মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন শাহ আলী থানার এসআই মোক্তারুজ্জামান।

উল্লেখ্য, পুলিশের দেয়া আগুনে দগ্ধ চা-দোকানি বাবুল মাতব্বর (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।