পুলিশের আগুনে দগ্ধ দোকানির মৃত্যু


প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার গুদারঘাট এলাকায় চাঁদার টাকা না দেয়ায় পুলিশের দেয়া আগুনে দগ্ধ চা-দোকানি বাবুল মাতব্বর (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সূত্র জানায়, বুধবার রাতে শাহ আলী থানা পুলিশের কয়েকজন সদস্য চাঁদা দাবি করলে বাবুল মাতব্বর তা দিতে অস্বীকৃতি জানান। পরে ক্ষিপ্ত হয়ে বাবুল মাতব্বরের দোকানে আগুন ধরিয়ে দেয় তারা। সেই আগুনে দোকানের মালিক বাবুল মাতুব্বর গুরুতর দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের সহ ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেইউ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।