জনস্বার্থবিরোধী কিছু হলে সিইসি পদত্যাগ করবেন, আশা জাফরুল্লাহর
জনস্বার্থবিরোধী কিছু হলে মেরুদণ্ড শক্ত রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার (২৪ আগস্ট) সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এদিন তিনি সর্বোচ্চ ১৫০ আসনের সবকটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানিয়েছেন। তার মতে, প্রয়োজনে ৩০০ আসনের প্রতি আসনে পাঁচটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা যেতে পারে।
ইভিএম নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানানোর পরদিনই সিইসির কাছে গিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারা দেড়শ আসনে ইভিএম না করে তিনশ আসনে করতে পারে। কিন্তু মাত্র পাঁচটা করে কেন্দ্রে হবে। প্রতি আসনে শখানেক কেন্দ্রের মধ্যে পাঁচটা হবে আমরা যুক্তিতর্ক দিয়ে দেখতে পারি। আমার পরামর্শকে সিইসি যুক্তিসঙ্গত মনে করেছেন। বলেছেন, দেখি কী করা যায়।
আওয়ামী লীগের এমন কিছু করা উচিত হবে না যেন অন্যরা ভোটে না আসে- এমন মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে চলছে। সরকারের উচিত হবে যে করেই হোক কিছুটা গিভ অ্যান্ড টেক করে সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করতে হলে আগবাড়িয়ে কথা বলা বন্ধ করতে হবে। আজও হানিফ (মাহবুব-উল আলম) বলেছে, দেড়শটা নয়, আমরা তিনশটাতে ইভিএম চাই। তাদের উচিত হবে একেবারে চুপ থাকা।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন ইভিএমের কারণে যদি নির্বাচনটাই বন্ধ হয়ে যায়, বয়কট হয় তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। যদি জনস্বার্থবিরোধী কিছু হয় হলে সিইসি পদ থেকে কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করবেন বলে আশা রাখি।
ইভিএম নিয়ে বেশকিছু দলের বিরোধিতার মধ্যে তারা ভোট বয়কট করলে দায় কার হবে? জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা ইসির ঘাড়ে চাপবে এতে কোনো সন্দেহ নেই। সরকার যেমন দায়ী হবে, ইসিও দায়ী হবে। আমার মনে হয়, ইসি যে এখানে শতভাগ একমত হয়েছে তা নয়। উনারা সরকারি চাপে রয়েছে। উনারা ভাবছেন।
সিইসির উদ্দেশ্যে তিনি বলেন, দেড়শটাতে ইভিএমে করার সিদ্ধান্ত ভুল কাজ হয়েছে। এর ফলে হয়তো নির্বাচনই হবে না। বিএনপিকে আনার চেষ্টা রয়েছে নেগোসিয়েশনের মধ্যে সবাই মনে করে, ইভিএমে আরেকটা চক্রান্ত। কেন ইসি দায়িত্ব নেবে? সেখানে দেড়শটাতে না করে তিনশটাতে হবে; প্রতি আসনে পাঁচটা করে সেন্টারে হবে।
এইচএস/বিএ/এমএস