বিএনপি নেতা মিলনের শাশুড়ির মৃত্যুতে ফখরুলের শোক
বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের শাশুড়ি লুৎফা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ফখরুল বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ নারী হিসেবে মরহুমা লুৎফা বেগম অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
ফখরুল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন লুৎফা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এমএম/একে