রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে আগুন


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের অফিসার ইন চার্জ এনায়েত হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালটির বেজমেন্টে আগুন লেগেছে। এতে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।