সোহাগপুর শহীদ জায়াদের পাশে সেক্টর কমান্ডারস ফোরাম


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরে সোহাগপুর বিধবাপল্লির ৩০ জন শহীদ জায়ার পাশে দাঁড়ালো সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১। সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের শহীদ জায়াদের শীতবস্ত্র, উপহার সামগ্রী এবং আর্থিক অনুদান প্রদান করেন।

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক সেনাপ্রধান মে.জে. (অব.) কেএম শফিউল্লাহ বীরোত্তমের নেতৃত্বে সহ-সভাপতি ও আরেক সাবেক সেনাপ্রধান লে.জে. (অব.) হারুন অর রশিদ, মহাসচিব মুক্তিযোদ্ধা সাংবাদিক লেখক-কলামিস্ট হারুন হাবীব, যুগ্ম মহাসচিব অধ্যাপক একে আজাদ পাটোয়ারির সমন্বয়ে সেক্টর কমান্ডারস ফোরাম নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শেরপুরের সোহাগপুর গ্রামে যান এবং সেই গ্রামের শহীদ পরিবারের মধ্যে উপহার সামগ্রী ও অনুদান প্রদান করেন। এ সময় তারা শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লেখক-কলামিস্ট মুক্তিযোদ্ধা হারুন হাবীব জানান, শহীদ জায়াদের প্রত্যেকের হাতে একটি কম্বল, একটি শাড়ি ও কিছু নগদ টাকা দিয়েছেন তারা।

এই দলটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামানসহ নেতৃবৃন্দ, জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সদস্য সচিব হারেজ আলী, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, জামালপুর জেলা সেক্টর কমন্ডারস ফোরাম নেতৃবৃন্দ ও স্থানীয় প্রগতিশীল সাংবাদিকবৃন্দ। পরে নেতৃবৃন্দ স্থানীয় কাকরকান্দি হাইস্কুল মাঠে সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন।

হাকিম বাবুল/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।