নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

নাটোরে হেরোইন বহন ও বিক্রির দায়ে ফারুক হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষবাথান গ্রামের আব্দুল মতিনের ছেলে।

নাটোর জজ কোর্টের সরকারি আইনজীবী সিরাজুল ইসলাম ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ জুলাই রাজশাহীর গোদাগাড়ি থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে বিপুল পরিমাণ হেরোইন পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের সিটে বসে থাকা ফারুক হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। আটকের পর থেকে ফারুক কারাগারে আটক রয়েছেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন।  

মামলার আসামি পক্ষের আইনজীবী দিনাই তাছরিন জানান, তার মক্কেল ন্যায় বিচার পাননি। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।