ক্যানসার সচেতনতায় হিমু পরিবহন


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব ক্যানসার দিবস (৪ ফেব্রুয়ারি) উপলক্ষে সারা দেশে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে `হিমু পরিবহন`। প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ক্যানসার সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ করছে সংগঠনটি।

লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক আলোচনা শেষে প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত র‌্যালিও করবে তারা। সারাদেশে ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষকে সচেতন করে তোলার মাধ্যমে দেশকে ক্যানসারমুক্ত করাই আমাদের লক্ষ্য। হিমু পরিবহন বিশ্বাস করে একদিন বাংলাদেশেই হবে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল। এই হাসপাতাল তৈরি যেহেতু অনেক ব্যয়বহুল, তাই প্রাথমিকভাবে ক্যানসার সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সারাদেশে ক্যানসার সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে হিমু পরিবহন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের আলোচিত চরিত্র হিমু, রুপা, শুভ্র, মিসির আলি, মাজেদা খালা, বাকের ভাইয়ের ভক্ত একদল তরুণ-তরুণীর উদ্যোগে গঠিত হয় স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

সংগঠনের সমন্বয়ক আহসান হাবিব মুরাদের পরিচালনায় সংগঠনের সদস্যরা সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন।

এএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।