লেখক-সাহিত্যিক হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে


প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

যারা আমাদের লেখক-সাহিত্যিকদের হত্যা করছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব সেলিনা হোসেন। তিনি বলেন, যারা লেখক-সাহিত্যিকদের হত্যা করেছে, ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র বইমেলা নিয়ে ষড়যন্ত্র করে, অপ্রচার চালায়, হামলার কেন্দ্রবিন্দু বানায় তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সচেতন নাগরিক কমিটি- ইউথ এঙ্গেজম্যান্ট সাপোর্ট’(সনাক-ইয়েস) সম্মেলনের প্যানেল আলোচনায় নিজের বক্তব্যে এসব কথা বলেন সেলিনা হোসেন।

টিআইবির নির্বাহী সৈয়দ ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় ‘দুর্জয় তারুণ্য ও দুর্নীতি বিরোধী আন্দোলন’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সেলিনা হোসেন বলেন, আজ প্রাইমারি স্কুলে যে চিত্র দেখতে পাচ্ছি তা কোনোভাবে মেনে নেয়া যায় না। একটি শিশুর কাঁধে যেভাবে বইয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে তা কোনভাবেই কাম্য নয়। কোমলমতি শিক্ষার্থীদের জন্য যে সিলেবাস তৈরি করা হয়েছে তাও মেনে নেয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন দরকার। এখানে সুষম শিক্ষা ব্যবস্থা জরুরি।

তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমি একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য। সেখানে দেখেছি কিভাবে শিক্ষকরা দুর্নীতি করে। সেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকেও মামলার আসামি হতে হয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হতে না পারলে আমাদের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে।

আজ সবখানে একই চিত্র, সরকারি হাসপাতাল, স্কুল কলেজ, প্রতিষ্ঠান সবখানে দুর্নীতি। আমারা কারো মুখাপেক্ষি হয়ে থাকতে চাই না। আমরা নিজেরা ঐক্যবদ্ধ হবো। মানুষের অধিকার হরণের প্রতিবাদ করবো, সামাজিক আন্দোলনই এর একমাত্র পথ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টিবোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল।

টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত দেশের ৪৫টি অঞ্চলের সচেতন নাগরিক কমিটির সদস্য, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস এবং ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইয়েস সদস্যদের অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় সনাক-ইয়েস জাতীয় সম্মেলন-২০১৬ শুরু হয়।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।