আজকের ধাঁধা : ০৪ ফেব্রুয়ারি ২০১৬
ধাঁধা :
১. ‘কোন পাখির ডিম নাই,
বলো তো দেখি।
বলতে না পারলে
বুঝবো বুদ্ধি নাই ঘটে।’
২. ‘কোন টেবিলের পায়া থাকে না,
ঝুলে থাকে, ছড়ায় না।’
৩. ‘কোন বিদেশি ভাষা
নাম চার অক্ষরে,
দ্বিতীয় কেটে দেখ
জলে বাস করে।’
৪. ‘কোন সে সরস ফল বলো দেখি ভাই,
ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই।
টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন,
দেশের সস্তা ফল নাম বল এখন।’
উত্তর :
১. বাদুর
২. টাইম টেবিল
৩. ইংলিশ
৪. আনারস
এসইউ/আরআইপি