টিআইবির সনাক-ইয়েস সম্মেলন শুরু


প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে রাজধানীতে ‘সচেতন নাগরিক কমিটি- ইউথ এঙ্গেজম্যান্ট সাপোর্ট’(সনাক-ইয়েস) সম্মেলন-২০১৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই শীর্ষক স্লোগানকে সামনে রেখে সম্মেলনের উদ্বোধন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টিবোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ বাক্যও পাঠ করান সুলতানা কামাল।

TIB
অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন টিআইবির ট্রাস্টিবোর্ডের মহাসচিব সেলিনা হোসেন ও টিআইবির নির্বাহী সৈয়দ ইফতেখারুজ্জামান। এবারের অনুষ্ঠানে দুই হাজারেরও বেশি ডেলিগেট অংশ নিচ্ছে।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।