কসবায় ১৫৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার


প্রকাশিত: ০৪:৩২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ১৫৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে কসবা উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. ইউনুছ আলীর নেতৃত্বে বিজিবির একটি দল মাদকবিরোধী নিয়মিত অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সীমান্তে মাদক চোরাচালন প্রতিরোধসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।