এমপিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ক্যামেরনের


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশের সংসদ সদস্যদের আগামী মাসে ব্রাসেল্স শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু সংস্কার প্রস্তাবের ব্যাপারে একমত হতে তার প্রচেষ্টার পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রিটেনে ইইউ সদস্যপদের ব্যাপারে আগামী মাসে অনুষ্ঠেয় গণভোটের প্রাক্কালে বুধবার এ আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের বেশ কিছু খসড়া সংস্কার প্রস্তাব পেশ করেন। ক্যামেরন তার পক্ষ সমর্থন করে বলেন, ‘চলুন আমরা এ জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করি’।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।