নিয়ম না মেনে সরকারি গাছ কর্তন!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

কোন নিয়ম অনুসরণ না করেই ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের সংরক্ষিত এলাকা থেকে পাঁচটি কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগের কোনো দাফতরিক নির্দেশ ছিল না বলে জানা গেছে।

এ ব্যাপারে গুদাম কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানান, গুদামের সংরক্ষিত এলাকায় বড় আকারের একটি ডিজিটাল স্কেল বা ওজনযন্ত্র বসানো হবে। এটি বসাতে সমস্যা হতে পারে এই কারণে গাছগুলো কাটা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য গুদামের কয়েকজন কুলি ও শ্রমিক জানান, পাঁচটি কাঁঠাল ও একটি নারকেল গাছ ছিল। দুই-তিনদিন আগে গুদাম সংরক্ষণ ও সঞ্চালন কর্মকর্তার উপস্থিতিতে ডিজিটাল ওজনযন্ত্র বসানোয় ঠিকাদারের শ্রমিকরা গাছগুলো কেটে ওই এলাকাতেই সরিয়ে রাখে। গাছগুলোর বয়স ১৪-১৫ বছর হবে ।

খাদ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই গাছগুলোর প্রতিটির মূল্য হবে ৬ থেকে ৮ হাজার টাকা।

উপজেলা বন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া কোনো সরকারি গাছ কাটা যায় না। কিন্তু খাদ্য বিভাগ থেকে সেই নিয়ম মানা হয়নি।

ঈশ্বরদী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, মাত্র তিন-চারটা গাছ কাটা হয়েছে। এগুলো খুবই ছোট গাছ ছিল। দামও বেশি ছিল না।

আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।