‘চাঁদা না পেয়ে আগুন দিয়েছে পুলিশ’ : দোকানি দগ্ধ


প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে দোকানে আগুন দেয়ার অভিযোগ উঠেছে শাহ আলী থানা পুলিশের বিরুদ্ধে। সেই আগুনে দোকানের মালিক বাবুল মাতুব্বর গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

ডাক্তারদের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, দগ্ধ বাবুলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

বাবাকে হাসপাতালে ভর্তির পর বাবুলের ছেলে রাজু সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শাহ আলী থানার কয়েকজন পুলিশ তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে দোকানে কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় বাবার শরীরে আগুন ধরে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘শুনেছি সেখানে পুলিশ সোর্স দেলোয়ার গিয়েছিল। দেলয়ারকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে।’

এআর/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।