মোহাম্মদপুরে অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে ইন্টারনেট সরবরাহ করার অপরাধে একজনকে আটক করেছে র‌্যাব-২। আটককৃত ব্যক্তি হচ্ছেন মো. ওয়াহিদুজ্জামান (৫২), তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।

বুধবার সন্ধ্যায় জাপান গার্ডেন সিটির রিং রোডের ২৪/এ নম্বর বাড়ির ছয়তলা থেকে তাকে আটক করা হয়।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ওয়াহিদুজ্জামান টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) অনুমোদন ছাড়া রাউটার, মিডিয়া কনভার্টার, ল্যাপটপ, মডেম এর মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে ইন্টারনেট সংযোগ দিয়ে আসছে।

এসময় তার কাছ থেকে ১ টি রাউটার, ১ টি সুইচ বোর্ড, ২৫ টি মিডিয়া কনভার্টার, ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি কিবোর্ড এবং ১টি মাউস জব্দ করা হয়।

ভবিষ্যতেও এই ধরনের অপরাধীদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এআর/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।