টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই ফেভারিট বলছেন লারা
টি -টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের হয়েই বাজি ধরছেন ব্রায়ান চার্লস লারা। ঘরের মাঠের সুবিধে পাবে বলেই ভারত এগিয়ে থাকবে বলে তার ধারণা। লারার বক্তব্য, ‘আমার মনে হয়, হোম কন্ডিশনের জন্যই ভারত জিতবে।’
ব্যাখা দিয়ে লারা বলেছেন, ‘ভারত এমনিতেই খুব ভালো টিম। তা ছাড়া এই ফরম্যাটে বিশ্বের সেরা দলের বিরুদ্ধে অসাধারণ ক্রিকেট খেলেছে। একই সঙ্গে ওদের ক্রিকেটাররা ভারতের উইকেট সম্পর্কে খুব ভালো জানে। সব মিলিয়ে এই টিমটাকেই সবার চেয়ে এগিয়ে রাখছি।’
ভারতকে এগিয়ে রাখলেও নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে একেবারে ফেলে দিচ্ছেন না ব্রায়ান লারা। বলেছেন, ‘আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ যদি ঠিকঠাক টিম বাছাই করতে পারে, তাহলে ওরাও যে কোনও প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে যাবে।’ ২০১২ সালে বিশ্ব টি -টোয়েন্টি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের দলের অধিনায়ক ড্যারেন স্যামি। আছেন ক্রিস গেইল, সুনীল নারিন, কিয়েরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টির ম্যাচ উইনাররা।
ক্যারিবিয়ান ক্রিকেটাররা সারা বিশ্বে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ায় বলেই তাদের সব দেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। লারা বলছেন, ‘গেইল, ব্র্যাভো, পোলার্ডের মতো ক্রিকেটাররা যখন একসঙ্গে খেলতে নামবে, তখন নিশ্চয়ই একটা অন্য রসায়ন তৈরি হবে।`
আবার এটাও মেনে নিচ্ছেন যে তার উত্তরসূরিদের ধারাবাহিকতার অভাব রয়েছে। তাই কোনও রাখঢাক না করেই লারা যোগ করছেন , ‘অবশ্য এটাও ঠিক যে ওয়েস্ট ইন্ডিজটা টিম ধারাবাহিক নয়।’ সম্প্রতি খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ জেতার স্বপ্ন না দেখলেও লারা আশাবাদী মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় টি-টোন্টে টুর্নামেন্ট থেকেই ভাগ্য ঘুরবে তার দেশের।
আইএইচএস/আরআইপি