আইএসএম মেলায় সাড়া ফেলেছে প্রাণ
বিশ্বের বৃহত্তম কনফেকশনারি এবং স্ন্যাকস মেলা ‘আইএসএম’-এ অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য পেয়েছে দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। জার্মানির কোলোন শহরের এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের কনফেকশনারি এবং স্ন্যাকস প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য প্রদর্শন করছে। চার দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে ৩১ জানুয়ারি।
এ বিষয়ে প্রাণ’র হেড অব এক্সপোর্ট মিজানুর রহমান বলেন, ‘এবারের আইএসএম মেলায় তৃতীয়বারের মতো অংশগ্রহণ করেছি আমরা, সাড়াও পাচ্ছি বেশ। চকলেট, গাম, ক্যান্ডিসহ বিভিন্ন ক্যাটাগরির কনফেকশনারি এবং স্ন্যাকস পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রাণ’র স্টল। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, পর্তুগাল, রাশিয়া, ওমান, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশের ক্রেতাদের কাছ থেকে পণ্যের রফতানি আদেশ পেয়েছি। আশা করছি, এ মেলা থেকে আমরা এক মিলিয়ন ইউএস ডলার রফতানির আদেশ পাব।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন দেশের রকমারি কনফেকশনারি পণ্যের সমাহার ঘটেছে এ মেলায়। ফলে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এবং ক্রেতারা একে অপরের পণ্য দেখার এবং জানার সুযোগ পাচ্ছে।’
উল্লেখ্য, প্রাণ বিশ্বের ১২৩টি দেশে সুনামের সঙ্গে খাদ্যপণ্য রফতানি করছে। রফতানিতে বিশেষ অবদান রাখায় প্রাণ পরপর ১০ বছর বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছে।
জেএইচ