দেশে ফিরেছেন শেখ হাসিনা


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৮ নভেম্বর ২০১৪
ফাইল ফটো

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
এর আগে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কাঠমান্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান- নেপালের উপ প্রধানমন্ত্রী প্রকাশ মানসিং, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার জানায় নেপাল সেনাবাহিনীর একটি দল। পরিবেশন করা হয় উভয় দেশের জাতীয় সঙ্গীত।
 
৩৬ দফা কাঠমান্ডু ঘোষণা ও বিদ্যুৎ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে দুদিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।