ইনজুরি নিয়েই এশিয়া কাপে খেলবেন মুস্তাফিজ


প্রকাশিত: ০১:১১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাম কাঁধের ইনজুরিতে পড়েছিলেন দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান। ইনজুরি ততটা গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে ওই সিরিজ থেকে তাকে সরিয়ে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়া কাপে আবার ফিরছেন এই তারকা পেসার। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক বলেন, ‘মুস্তাফিজের ইনজুরি নিয়ে যতটুকু শুনেছি, আমার কাছে মনে হয় ইনজুরিটা এখনও আছে। নির্দিষ্ট কোনো ডেলিভারি দিতে গেলেই শুধু একটু ব্যাথা লাগে। ইনজুরি আছে তবে এটা নিয়ে খেলতে আমার মনে হয় এশিয়া কাপে কোনো অসুবিধা হবে না।’

মুস্তাফিজের ইনজুরি অনেক পুরনো বলেও জানান ফারুক। তবে এটা সব সময় থাকে না। নির্দিষ্ট কিছু ধরনের বল করতে ব্যাথা অনুভব করেন। এশিয়া কাপে এটা নিয়ে খেলতে কোনো অসুবিধা হবার কথা না বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দলে অপরিহার্য হয়ে উঠেছেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম কারিগর এই পেসার। তাই তার ইনজুরি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের ক্রিকেটভক্তদের।

আরটি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।