কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বইমেলায় চলছে স্টল নির্মাণের কাজ
বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’র আজ (বুধবার) তৃতীয় দিন। গতকাল মঙ্গলবারের মধ্যে স্টল নির্মাণের কাজ শেষ করার কঠোর নির্দেশনা থাকলেও আজও চলছে স্টল নির্মাণের কাজ। তবে কর্তৃপক্ষের দাবি স্টল নির্মাণের কাজ শেষ হয়েছে।
বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, এখনো চলছে কয়েকটি স্টল নির্মাণের কাজ। স্টল নির্মাণ কাজের শব্দে বিঘ্ন ঘটছে মেলার স্বাভাবিক পরিবেশ। এসব অসম্পূর্ণ স্টলের মধ্যে গণমাধ্যমের কয়েকটি স্টলও রয়েছে। এছাড়া কয়েকটি স্টলের কাজ শেষ হতে আরো দুই একদিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ বিষয়ে জাগো নিউজকে বলেন, যতদূর জানি স্টল নির্মাণের কাজ শেষ হয়েছে। তারপরও কেউ যদি স্টল নির্মাণের কাজ শেষ না করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এএসএস/এমএম/এমএইচ/আরএস