যুদ্ধাপরাধীদের সম্পদ মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করেছেন। সম্প্রতি কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হয়েছে। আশা করছি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে। আর বিচার কার্য শেষ করে যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভুইয়া ফাউন্ডেশন আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। চলতি বছরে সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরকার আট হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় উন্নীত করেছেন। আর অসুস্থ মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এছাড়া দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধার সমাধি নকশা একই রকম করার সিদ্ধান্ত নেয়া হযেছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সরকার আবাসন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক উপজেলার ২৫ জন দুঃস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাকে ফ্লাট দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।         
 
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।