জমি থেকে কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে মনিরুল ইসলাম মিলন (২৯) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় সীমান্তের ভারতের দুইশ গজ অভ্যন্তর থেকে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের সাতভিটা ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

আটক মনিরুল ইসলাম মিলন বালিয়াডাঙ্গী উপজেলার কালীবাড়ি গ্রামের সুকুদ্দি মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নদীর ওপারে বোরো বীজতলায় কাজ করতে যান কৃষক মনিরুল। এ সময় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে।
 
রবিউল এহ্সান রিপন/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।