সবার প্রচেষ্টায় জ্বালানি সংকটের সমাধান সম্ভব: তৌফিক-ই-ইলাহী
বিদ্যুৎ ও জ্বালানির সংকট এখন কেবল বাংলাদেশের নয়, গোটা বিশ্বেরই সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি আশা করছেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
বুধবার (১৭ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে হাডসন ইনস্টিটিউট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন ড. তৌফিক-ই-ইলাহী।
হাডসন ইনস্টিটিউটের ইনিশিয়েটিভ অন দ্য ফিউচার অব ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার ডিরেক্টর ড. অপর্ণা পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি এবং সরবরাহের ঘাটতির কারণে বিশ্বে যে আঘাত এসেছে তা বাংলাদেশেও পড়েছে।
এ প্রেক্ষাপটে তিনি বৈশ্বিক সংকটের সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে বিশ্ব সম্প্রদায়ের আরও সোচ্চার ভূমিকা রাখা দরকার।
জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা শুধু বাংলাদেশের একার নয়, এটি এখন বৈশ্বিক সমস্যা। গণমাধ্যমসহ দল-মত নির্বিশেষে সবাই মিলে প্রচেষ্টা চালালে এ সমস্যার সমাধান করা যাবে।
এইচএ/এমএএইচ/জেআইএম