পরিবেশ রক্ষার জাতীয় উৎসবে হাজারো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৮ আগস্ট ২০২২

শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পরিবেশ উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ এ আয়োজনে প্রথম দিনেই ছয়টি ক্যাটাগরিতে অংশ নিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীদের জন্য এই উৎসবে রয়েছে পরিবেশবিষয়ক অলিম্পিয়াড, কুইজ, চিত্রাঙ্কন, ব্যবসায়িক উদ্যোগ, প্রকল্প, দেয়ালপত্রিকা, চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ ১৫টিরও বেশি আয়োজন।

jagonews24

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হওয়া জাতীয় পরিবেশ উৎসবটি চলবে দুদিন। দুই দিনব্যাপী এ উৎসবে দুইশোর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজারের মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম দিনই ৮০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

jagonews24

পরিবেশ সচেতনতার একাধিক ইভেন্টে অংশ নিয়ে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হুমায়রা নিশাদ লুবাবা জাগো নিউজকে বলেন, পরিবেশ নিয়ে বেশকিছু ইভেন্ট এখানে রয়েছে। এর মধ্যে কয়েকটা ইভেন্টে আমরা অংশ নিয়েছি। এ উৎসবে পরিবেশকে কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে খুব চমৎকার আয়োজন করা হয়েছে।

jagonews24

পরিবেশবান্ধব নগরপ্রকল্প প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিন হাসান ও ইকরাক জামান। এ বিষয়ে ইকরাক জামান জাগো নিউজকে বলেন, আমরা জানি পরিবেশবান্ধব নগর পরিকল্পনার অভাবে নগরে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই এ পরিকল্পনা নিয়েই উৎসবে অংশগ্রহণ করেছি।

jagonews24

শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী লুবানা লতিফ মম জাগো নিউজকে বলেন, দ্বিতীয়বারের মতো এই উৎসবে অংশগ্রহণ করেছি। পরিবেশ নিয়ে সচেতনতার জন্যই এটা করেছি। উৎসবটিতে অংশ নিয়ে বেশ ভালো লাগছে। অনেকেই অনেকভাবে পরিবেশকে এখানে উপস্থাপন করেছে।

jagonews24

লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রহমত উল্লাহ আদর জাগো নিউজকে বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতার এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো লাগছে। অংশ নেওয়া সবাই পরিবেশের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরেছে। পরিবেশকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে এখানে সচেতনতার কথা বলা হয়েছে। অনেকে দেয়ালপত্রিকা, নগর পরিকল্পনা প্রকল্পে পরিবেশ নিয়ে চমৎকারভাবে তাদের পরিকল্পনা তুলে ধরেছে।

jagonews24

ইউথপ্রেনার নেটওয়ার্কের সভাপতি খন্দকার আবদুল্লাহ আল তাহমিদ জাগো নিউজকে বলেন, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্যই এ ধরনের আয়োজন। শিক্ষার্থীদের বেশ সাড়া পেয়েছি প্রথম দিনই। প্রায় ৯০০ এর বেশি শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।

jagonews24

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান জাগো নিউজকে বলেন, পরিবেশদূষণ রোধে উন্নয়ন তহবিল গঠন করেছি। সেই তহবিল পরিবেশের উন্নয়নে ব্যয় হচ্ছে। পরিবেশবান্ধব কাজে সচেতনতা তৈরি করতে আমরা এ কাজগুলো করছি। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আরএসএম/জেএস/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।